পদের সংখ্যা: ০৩
মোট শূন্যপদ: ৫৪০ জন
আবেদনের সময়সীমা শেষ
আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৫, বিকেল ৫:০০ টা।
JBCJiban Bima Corporation নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। জীবন বীমা কর্পোরেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.jbc.gov.bd এবং দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা jbc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রবন্ধে আমরা পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখসহ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানাব। সুতরাং সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন।
জেবিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
জেবিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে ১১ এপ্রিল ২০২৫ তারিখে দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় এবং www.jbc.gov.bd ওয়েবসাইটে। মোট ৩টি ক্যাটাগরির পদে ৫৪০ জন নিয়োগ দেয়া হবে। আবেদন শুরু হবে ১৬ এপ্রিল ২০২৫ সকাল ১০:০০ টা এবং শেষ হবে ১৫ মে ২০২৫ বিকেল ৫:০০ টা। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন jbc.teletalk.com.bd।
পদসংখ্যা
পদ ক্যাটাগরি — ৩টি
মোট শূন্যপদ — ৫৪০টি
পদের নাম ও শূন্যপদ সংখ্যা
ক্রম | পদের নাম | শূন্যপদ | বেতনস্কেল |
---|---|---|---|
০১ | উচ্চমান সহকারী | ১৭৬ | ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) |
০২ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬৫ | ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) |
০৩ | অফিস সহায়ক | ১৯৯ | ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) |
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি, এইচএসসি ও স্নাতক অথবা সমমানের ডিগ্রি।
- বয়সসীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
- অভিজ্ঞতা: নতুন এবং অভিজ্ঞ — উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
- জাতীয়তা: বাংলাদেশী নাগরিক।
- জেলা: দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
মূল বিজ্ঞপ্তি ডাউনলোড পিডিএফ
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ইভেন্ট | তারিখ ও সময় |
---|---|
বিজ্ঞপ্তি প্রকাশ | ১১ এপ্রিল ২০২৫ |
আবেদন শুরুর সময় | ১৬ এপ্রিল ২০২৫ সকাল ১০:০০ টা |
আবেদনের শেষ সময় | ১৫ মে ২০২৫ বিকেল ৫:০০ টা |
আবেদন পদ্ধতি
১. jbc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে “Application Form” এ ক্লিক করুন।
২. আপনার কাঙ্ক্ষিত পদ নির্বাচন করুন।
৩. প্রিমিয়াম মেম্বার কিনা জানতে চাইলে No নির্বাচন করুন।
৪. আবেদন ফর্ম পূরণ করুন।
৫. ছবি (৩০০ x ৩০০) ও স্বাক্ষর (৩০০ x ৬০) আপলোড করুন।
৬. আবেদন সাবমিট করে প্রিন্ট কপি সংগ্রহ করুন।
৭. ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে আবেদন ফি পরিশোধ করুন।
আবেদন ফি পরিশোধ পদ্ধতি
১ম SMS:
JBC User ID লিখে পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: JBC FEDCBA
প্রত্যুত্তরে: ফি ও PIN নম্বর পাবেন।
২য় SMS:
JBC YES PIN লিখে পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: JBC YES ৮৭৬৫৪৩২১
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা
- প্রায়োগিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে)
- মৌখিক পরীক্ষা
BREB Job Circular 2025 – brebhr.teletalk.com.bd Apply process
Rural Power Company Limited RPCL Job Circular 2025 www.rpcl.gov.bd
ভাইভা বোর্ডে যা নিতে হবে
- অনলাইন আবেদন ফরম ও প্রবেশপত্র
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ১ কপি সত্যায়িত ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি
- প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের চারিত্রিক সনদ
- কোটা সংক্রান্ত সনদ (প্রযোজ্য হলে)
পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও ফলাফল
পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও ফলাফল www.jbc.gov.bd ওয়েবসাইটের বিজ্ঞপ্তি বোর্ডে প্রকাশ করা হবে।
GJiban Bima Corporation আবেদন সংক্রান্ত সহায়তা
যে কোনো সমস্যা হলে টেলিটক সিম থেকে ১২১ নম্বরে কল করুন বা ইমেইল করুন: vas.query@teletalk.com.bd
ইমেইলের সাবজেক্টে লিখুন: Organization Name : JBC, Post Name : *, Applicant’s User ID and Contact Number
অনলাইন আবেদন: jbc.teletalk.com.bd
JBC Admit Card
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের JBC Admit Card ওয়েবসাইট http://jbc.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ইস্যু হলে প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা তাদের User ID এবং Password ব্যবহার করে উক্ত ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
JJiban Bima Corporation JBC Job Exam Information
জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হবে। তাই, JBC চাকরি নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।
১. লিখিত পরীক্ষা
২. প্র্যাকটিক্যাল পরীক্ষা (যেখানে প্রযোজ্য)
৩. মৌখিক পরীক্ষা (ভাইভা)
Required Documents for JBC Jiban Bima Corporation Viva Exam
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল কাগজপত্রের ১টি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসমূহ হলোঃ
- অনলাইনে পূরণকৃত আবেদন ফরম এবং এডমিট কার্ড।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি এবং ১টি সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ)।
- জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
- প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- কোটার আবেদনকারী হলে সংশ্লিষ্ট কোটা সনদপত্র (প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি)।
JBCJiban Bima Corporation (JBC)Exam Date, Seat Plan, Result
জীবন বীমা কর্পোরেশন (JBC) পরীক্ষার তারিখ, আসন বিন্যাস এবং ফলাফল www.jbc.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তাই, নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পরীক্ষার তারিখ, আসন বিন্যাস এবং ফলাফল সংক্রান্ত আপডেট তথ্য সংগ্রহ করুন।