এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ নারী ফুটবল দল

এশিয়ান কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ! ভয়ংকর গ্রুপে পড়েও বিশ্বকাপের স্বপ্ন ছাড়ছে না বাঘিনীরা

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসছে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল — এবং শুরুতেই পড়েছে চ্যালেঞ্জে ভরা এক গ্রুপে!

মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশের ভাগ্যে পড়েছে ‘বি’ গ্রুপ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার পরাশক্তি উত্তর কোরিয়া, বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং শক্তিশালী উজবেকিস্তান।

এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

প্রথমবারেই বড় মঞ্চে

এই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পেলেও গ্রুপে পড়ে গেছে একেবারে হেভিওয়েটদের সঙ্গে। অনেকের চোখে এটা ‘মৃত্যুকূপ’! কিন্তু হার মানতে নারাজ বাঘিনীরা — বরং এই কঠিন চ্যালেঞ্জই তাদের উজ্জীবিত করছে।

ড্রয়ের চমক

টুর্নামেন্টের ড্র ভাগ করা হয়েছিল ফিফা নারী র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে। বাংলাদেশ ছিল চতুর্থ পটে। ড্র শুরু হয় সেখান থেকেই। ভারতের জাতীয় দলের খেলোয়াড় সঙ্গীতা যখন নাম তোলেন, তখন প্রথমেই ইরান ও এরপর বাংলাদেশের নাম ওঠে। ফলে ‘বি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে জায়গা পায় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ও তৃতীয় পটের দলগুলোকে একে একে তোলা হয়। উজবেকিস্তান ও চীনের নাম উঠতেই বাংলাদেশের গ্রুপ হয়ে যায় আরও কঠিন। বিশেষ করে, চীন তো এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন — যাদের বিরুদ্ধে খেলাটা সহজ নয়।

বিশ্বকাপ ও অলিম্পিকের স্বপ্ন

এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করতে পারলে সামনে খুলে যেতে পারে আরও বড় মঞ্চের দরজা — যেমন, ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপ২০২৮ সালের অলিম্পিক গেমস

বিশ্বকাপে খেলার সুযোগ পেতে হলে বাংলাদেশকে থাকতে হবে টুর্নামেন্টের সেরা ছয় দলের মধ্যে। কাজটা সহজ নয়, তবে অসম্ভবও নয়। নারী সাফে জয়, অনূর্ধ্ব-১৯ ও ১৭ পর্যায়ে ভালো পারফরম্যান্স — সবই বলছে, এই দল লড়তে জানে।

You also like: এবার কোল্ডপ্লের কিস ক্যামে ধরা পড়লেন মেসি ও তার স্ত্রী

কারা কারা কোন গ্রুপে?

এক নজরে দেখে নিন এবারের এএফসি নারী এশিয়ান কাপে কে কোন গ্রুপে পড়েছে:

🔹 এ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
🔹 বি গ্রুপ: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান
🔹 সি গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)

সামনে কঠিন লড়াই, কিন্তু আশাবাদী বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শক্ত গ্রুপে পড়লেও ফুটবলপ্রেমীরা চাইছেন দলটা সাহসিকতা দেখাক, ভালো ফুটবল খেলুক — আর বিশ্বকাপের স্বপ্নটা যেন টিকে থাকে।

এখন দেখার বিষয়, মাঠে নেমে সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিতে পারে।


আপনার কী মনে হয়? বাংলাদেশ পারবেন ইতিহাস গড়তে? কমেন্টে জানান আপনার মতামত! 🇧🇩⚽

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *