এবার কোল্ডপ্লের কিস ক্যামে ধরা পড়লেন মেসি ও তার স্ত্রী

স্ত্রীকে নিয়ে কনসার্ট দেখতে গিয়েই ভাইরাল মেসি, কিস ক্যামে ধরা পড়ার পর যা বললেন কোল্ডপ্লে গায়ক!

কিছুদিন আগেই কনসার্ট দেখতে গিয়ে বিপাকে পড়েছিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর সিইও অ্যান্ডি বায়রন। স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লের শো দেখতে গিয়ে ধরা পড়ে যান কিস ক্যামে! এবার সেই আলোচিত ক্যামেরার ফ্রেমে বন্দি হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসি। তবে চিন্তার কিছু নেই, মেসির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা এবং তিন সন্তান।

কোল্ডপ্লের কিস ক্যামে ধরা পড়লেন মেসি

কিস ক্যামে ধরা পড়ে ঘরে-বাইরে ঝড় তুলেছিলেন এক CEO

প্রায় ১৫ দিন আগে কোল্ডপ্লের কনসার্ট চলাকালীন কিস ক্যামে ধরা পড়েছিলেন অ্যাস্ট্রোনমার-এর সিইও অ্যান্ডি বায়রন এবং কোম্পানির HR হেড ক্রিস্টিন ক্যাবো। একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় তাঁদের স্ক্রিনে দেখা যায়। ক্যামেরা ঘুরে তাঁদের দিকে তাক করতেই, লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন তারা দু’জনেই। তখন কনসার্টের মঞ্চে থাকা কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, “এরা হয় প্রেম করছে নয়তো ভীষণ লাজুক!”

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এরপর থেকে ‘কিস ক্যাম’ আর কোল্ডপ্লের কনসার্ট মানেই যেন বাড়তি উত্তেজনা।

এবার মেসি ধরা পড়লেন সেই ক্যামেরায়!

গত রবিবার (স্থানীয় সময়) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ডপ্লে কনসার্টে হাজির ছিলেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাঁদের তিন পুত্র। পুরো পরিবার নিয়ে প্রাইভেট সুইটে কনসার্ট উপভোগ করছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

শো চলাকালীন একসময় কিস ক্যাম তাদের ওপর ফোকাস করে। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা মেসি ও আন্তোনেলার দৃশ্য। দু’জনই হাত নাড়ে দর্শকদের দিকে। সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম গর্জে ওঠে ‘মেসি! মেসি!’ ধ্বনিতে। মুহূর্তটা হয়ে ওঠে মন ছুঁয়ে যাওয়া এক স্মৃতি।

কোল্ডপ্লে গায়কের বিশেষ বার্তা

মেসিকে দেখে মুগ্ধ হয়ে পড়েন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি মঞ্চ থেকেই বলেন,
“আজকে আপনি আমাদের কনসার্ট দেখতে এসেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনি সর্বকালের সেরা তারকা!”

এই মন্তব্যে স্টেডিয়ামজুড়ে আরও একবার উল্লাস ধ্বনি ওঠে। গায়ক মেসিকে নিয়ে তাঁর ভালোবাসা প্রকাশ করতেই আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা।

You also like: শনিবার স্কুল খোলা নিয়ে যা জানা গেলো


মেসির কনসার্টে উপস্থিতি এবং কিস ক্যামের সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।
কেউ লিখছেন, “মেসি শুধু মাঠের রাজা নয়, ভালোবাসার দিক থেকেও অনন্য।”
আবার কেউ বলছেন, “এই জুটি যেন রূপকথার মতো।”

এক কথায়, যেখানেই যান মেসি, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। এবার কনসার্টের মঞ্চেও তিনি যেন ছিনিয়ে নিলেন লাইমলাইট! 💫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *