এক নারী ভক্তের উপহার দেয়া ৭২ কোটির বাড়ি পেয়ে যা করলেন সঞ্জয় দত্ত!

৭২ কোটি টাকার সম্পত্তি দিয়ে গেলেন ভক্ত! কিন্তু যা করলেন, তা জানলে আপনি হতবাক হবেন!

বলিউড তারকা সঞ্জয় দত্তকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। রঙিন জীবন, ঝড়পাকানো ক্যারিয়ার আর নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেতা আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার নয়—বাস্তব জীবনেরও একজন প্রকৃত ‘নায়ক’। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এমন এক আবেগঘন ঘটনা শেয়ার করেছেন, যা শুধু অবাকই করে না, বরং অনুপ্রাণিতও করে।

Sanjay Dutt-সঞ্জয় দত্ত

এক ভক্ত, যাঁর নাম সঞ্জয়ের মায়ের মতো!

ঘটনাটি এক ৬২ বছর বয়সী নারী ভক্তকে ঘিরে, যিনি সঞ্জয়ের মা নার্গিস দত্তের নামের সঙ্গে মিল রেখে পরিচিত ছিলেন। তবে তাঁর সঙ্গে সঞ্জয়ের কোনো রক্তের সম্পর্ক ছিল না। তবুও, এই নারীর ভালোবাসা আর আত্মিক টান ছিল ঠিক পরিবারেরই মতো।

সঞ্জয় জানান, তাঁদের প্রথম দেখা হয় ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাজন’-এর শুটিং চলাকালে। তখন ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। সেই সময় থেকেই নার্গিস নামের এই ভক্ত নিয়মিত তাঁদের বাড়িতে যেতেন, নিয়ে যেতেন নানা রকম খাবার। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছিলেন পরিবারের একজন।

“তুমি-ই আমার সবকিছু…”

সঞ্জয় বলেন, “তিনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। খুবই উদার ছিলেন, আর দারুণ একটা হৃদয় ছিল তাঁর।” নার্গিস একা থাকতেন দুবাইয়ে। অসুস্থ হওয়ার পর যখন বুঝতে পারেন, জীবন শেষের পথে, তখন সঞ্জয়কে বলে দেন—“আমার আর কেউ নেই, আমি সবকিছু তোমার নামেই রেখে যেতে চাই।”

অবাক করার মতো বিষয় হলো, ওই নারী তাঁর উইলে প্রায় ৭২ কোটি টাকা মূল্যের সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে রেখে যান!

কিন্তু যা করলেন সঞ্জয়…

এই বিপুল সম্পদ নিজের কাছে রাখেননি সঞ্জয়। বরং, এক অনন্য মানবিকতার উদাহরণ তৈরি করে তিনি পুরো ৭২ কোটি টাকাই দান করে দেন একটি ক্যান্সার হাসপাতালে

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার জীবনে যা যা দরকার, সবই আছে। এই টাকাটা ক্যান্সার হাসপাতালের জন্য দান করেছি, যেন আরও মানুষ চিকিৎসা পায়।”

মায়ের নামে ক্যান্সার হাসপাতাল গড়ছেন সঞ্জয়

সঞ্জয় দত্তের মা, কিংবদন্তি অভিনেত্রী নার্গিস ১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সেই মায়ের স্মৃতিতে এখন একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছেন সঞ্জয়, যা হবে নার্গিস দত্তের প্রতি তাঁর শ্রদ্ধার নিদর্শন।

এছাড়াও তিনি একটি ফাউন্ডেশন তৈরির কাজ করছেন, যেখানে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হবে কিংবা ন্যূনতম মূল্যে পাওয়া যাবে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা।

You also Like: শাহরুখ-আমির এর রেকর্ড পেছনে ফেলে এক নম্বরে আহান পাণ্ডে

সঞ্জয়ের ভাষায়, “আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। খুব শিগগিরই এটা রূপ নেবে বাস্তবতায়।”


এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার সামনে এলো সঞ্জয় দত্তের হৃদয়ের বিশালতা। বলিউডে অনেক নায়ক আছেন, কিন্তু এমন মানবিকতার গল্প খুব কমই শোনা যায়। পর্দায় হয়তো তিনি দাগ রেখে যান তাঁর অভিনয়ে, কিন্তু বাস্তব জীবনে এমন উদাহরণ তৈরি করেই তিনি হয়ে উঠেছেন কোটি মানুষের ভালোবাসার নায়ক।

বলিউড তারকাদের ভিড়ে সঞ্জয় দত্ত যেন হয়ে উঠলেন সত্যিকারের ‘মানবিক সুপারস্টার’। 🌟

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *