Oppo F29 সিরিজ আসছে বাংলাদেশে! চমকপ্রদ ফিচারে ঠাসা স্মার্টফোন দু’টি, দাম জানলে অবাক হবেন
প্রযুক্তি ডেস্ক: ওপ্পো অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন F29 সিরিজের স্মার্টফোন – Oppo F29 এবং Oppo F29 Pro। ২০২৫ সালের ১ এপ্রিল বৃহস্পতিবার এই দুটি মডেল বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
দুটি ফোনই মজবুত ডিজাইন এবং ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্সে দারুণভাবে নির্ভরযোগ্য, কারণ এতে রয়েছে IP66, IP68 ও IP69 রেটিং। সঙ্গে MIL-STD-810H-2022 স্ট্যান্ডার্ডসের সামরিক মানের টেকসই গঠন।
এআইয়ের দুনিয়ায় এক ধাপ এগিয়ে
F29 সিরিজে থাকছে অত্যাধুনিক AI Toolbox 2.0, যেখানে আছে Circle to Search, AI Summary, AI Rewrite, এবং Extract Chart-এর মতো চমকপ্রদ ফিচার। শুধু তাই নয়, এই ফোনে রয়েছে Screen Translator, AI Writer, AI Reply এবং AI Recording Summary—যা ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় টানা ৫ ঘণ্টা পর্যন্ত রেকর্ড করে স্বয়ংক্রিয়ভাবে নোট, সারাংশ ও ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারে।
ডিসপ্লে ও ডিজাইন—দেখতেই মন ভরে যাবে
Oppo F29 Pro এ আছে ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে, F29 মডেলে থাকছে ফ্ল্যাট AMOLED স্ক্রিন, সেটিও একই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ। উভয় মডেলেই ১২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে, ফলে রোদে দাঁড়িয়েও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে।
শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং
Oppo F29 Pro-তে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট SUPERVOOC চার্জার দিয়ে দ্রুত চার্জ হবে। অপরদিকে, F29 মডেলটি পাচ্ছে আরও বড় ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে থাকছে ৪৫ ওয়াট SUPERVOOC চার্জার। উভয় ফোনেই থাকছে রিভার্স চার্জিং ফিচার, যা দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।
চিপসেট ও অপারেটিং সিস্টেম
পারফরম্যান্সে যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য F29 Pro মডেলে থাকছে MediaTek Dimensity 7300 Energy চিপসেট এবং F29 মডেলে থাকছে Snapdragon 6 Gen 1 প্রসেসর। দুটি ফোনেই চলবে Android 15 ভিত্তিক ColorOS 15। ওপ্পো জানায়, এই ফোনগুলোতে তারা ২ বছর পর্যন্ত OS আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে।
ক্যামেরা ও এআই ম্যাজিক
দুটি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা অভিজ্ঞতাকে আরও চমৎকার করতে যুক্ত করা হয়েছে AI Livephoto, AI Unblur, AI Reflection Remover, এবং AI Eraser 2.0।
You also Like: Samsung Galaxy S25 Ultra: Price in Bangladesh & India with Full Specifications
দাম ও বাজারে পাওয়া যাবে কবে?
Oppo F29 Pro পাওয়া যাবে Marble White ও Granite Black রঙে। এটি আসবে তিনটি ভ্যারিয়েন্টে—
- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ
- ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ
- ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ
বাংলাদেশে Oppo F29 Pro-এর প্রাথমিক মূল্য শুরু হতে পারে আনুমানিক ৩৪,৯৯০ টাকা থেকে, যা ভ্যারিয়েন্ট অনুযায়ী আরও বাড়বে।
অন্যদিকে, Oppo F29 থাকবে Solid Purple ও Glacier Blue রঙে। এতে দুটি ভ্যারিয়েন্ট থাকবে—
- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ
- ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ
বাংলাদেশি বাজারে Oppo F29 এর দাম শুরু হতে পারে আনুমানিক ২৯,৯৯০ টাকা থেকে।
F29 পাওয়া যাবে ২৭ মার্চ থেকে, আর F29 Pro বাজারে আসবে ১ এপ্রিল থেকে। ফোন দুটি পাওয়া যাবে Oppo Bangladesh-এর অফিসিয়াল ওয়েবসাইট, Daraz, Pickaboo, Oppo শোরুম এবং দেশের প্রধান সব মোবাইল রিটেইল আউটলেটে।
এই ফোন দুটি নিয়ে আপনার কী মত? কমেন্টে জানান! 💬
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যদি তারা নতুন স্মার্টফোন কিনতে চায় 📱✨