বড় ঘোষণা? আগস্ট থেকে শনিবার স্কুল খোলা থাকবে? জানুন আসল ঘটনা!
সাম্প্রতিক সময়ের সবচেয়ে চর্চিত গুজব—আগামী আগস্ট থেকে দেশের মাধ্যমিক স্তরের স্কুল-কলেজগুলো শনিবার খোলা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে এই খবর ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বিস্ময় আর বিভ্রান্তি। তবে জনপ্রিয় এক সংবাদমাধ্যম অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করেছে—এই খবর সত্য নয়, পুরোপুরি গুজব।
শিক্ষা মন্ত্রণালয় কী বলছে?
সোমবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর একাধিক কর্মকর্তা বিষয়টি সোজাসুজি নাকচ করে দেন।
মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন:
“আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। এ নিয়ে কোনো আলোচনা বা আপডেট হয়নি। আমার জানা মতে, মন্ত্রণালয়েও এমন কিছু হয়নি।”
একই কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান। তার ভাষায়,
“সরকারের কোনো সিদ্ধান্ত হলে তা আদেশ বা পরিপত্র আকারে প্রকাশিত হয়। আমি এমন কিছু পাইনি, তাই এ বিষয়ে মন্তব্যও করতে পারছি না।”
তাহলে এই গুজবের শুরু কোথা থেকে?
এর আগেও এমন গুজব ছড়িয়েছে। যেমন—২০২৩ সালের ডিসেম্বরে “শনিবার স্কুল খোলা থাকবে” বলে একটি খবর ভাইরাল হয়, যেটি পরে ভুয়া প্রমাণিত হয়েছিল। চলতি বছর ৭ মে কেবল ঈদের আগের দুইটি শনিবার (১৭ ও ২৪ মে) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার এককালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটিও ছিল বিশেষ পরিস্থিতিতে একটি নির্বাহী আদেশ।
You also like: আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বাস্তবতা কী?
✅ শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের সাপ্তাহিক ছুটি এখনো বহাল আছে।
✅ শিক্ষা মন্ত্রণালয় এখনো এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।
✅ কোনো পরিপত্র বা সরকারি নোটিশও প্রকাশ হয়নি।
✅ তাই এই খবরকে গুজব বলেই সরাসরি প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Bottom Line:
“আগস্ট থেকে শনিবার স্কুল খোলা থাকবে” — এই খবরটি গুজব এবং বিভ্রান্তিকর।
শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যেই আস্থা রাখার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না। ✅📚
শেয়ার করুন এই তথ্য যেন সবাই জানে এবং অহেতুক ভয় বা গুজবে বিভ্রান্ত না হয়!