কালা জাহাঙ্গীরকে ঘিরেই কি শাকিব খান এর পরবর্তী সিনেমা? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য!

শাকিব খান এর নতুন সিনেমা কি কালা জাহাঙ্গীরের জীবনী? নির্মাতা বললেন আসল সত্য!

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান কে নিয়ে নতুন এক সিনেমায় কাজ শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড। যদিও সিনেমার নাম এখনো প্রকাশ বা চূড়ান্ত হয়নি, গুঞ্জন উঠেছে—এই ছবিটি নাকি ৯০-এর দশকের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে।

শাকিব খান

তবে এই গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়ে দিয়েছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা পরিষ্কার করে দিয়েছেন, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনের উপর নয়।

গুজব থামাতে সরাসরি বক্তব্য

পরিচালক-প্রযোজক যৌথভাবে তাদের বিবৃতিতে বলেন,

“শাকিব খানকে নিয়ে আমাদের সিনেমা ঘিরে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। বলা হচ্ছে, এটি কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে তৈরি হচ্ছে—যা একেবারেই সত্য নয়। আমরা কখনোই এমন কোনো দাবি করিনি।”

তারা আরও যোগ করেন,

“এই সিনেমা কোনো বাস্তব ব্যক্তিকে ঘিরে নির্মিত নয়। বরং এটি পুরোপুরি ফিকশনাল গল্প। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে, লার্জার দ্যান লাইফ একটি স্কেলে আমরা গল্পটি নির্মাণ করছি।”

সিনেমার গল্প কেমন হবে?

পরিচালকরা জানাচ্ছেন, সিনেমাটির গল্প আবর্তিত হবে ৯০-এর দশকের ঢাকাকে ঘিরে। এখানে থাকছে—

  • ক্রাইম
  • লাভ-অ্যাকশন
  • ইমোশন
  • পারিবারিক ড্রামা

সোজা ভাষায়, এ ছবি হতে যাচ্ছে গল্প, স্টাইল আর থ্রিলের এক ফাটাফাটি মিশ্রণ

পরিচালক জানান,

“আমরা কোনো ভুল বা ভুল বোঝাবুঝি তৈরি হোক চাই না। দর্শকদের অনুরোধ করছি—অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো তথ্যকে ভিত্তি ধরে বিভ্রান্ত হবেন না।”

You also like: আমার মুখ, কিন্তু আমি না! — এআই ডিপফেক কাণ্ডে মুখ খুললেন সাদিয়া আয়মান

কোথায় দাঁড়িয়েছে কাজ?

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, সিনেমার প্রি-প্রোডাকশন পুরোদমে চলছে। দেশ এবং বিদেশে একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিনেমাটিকে দর্শকপ্রিয় ও বক্স অফিস হিট করার লক্ষ্যে।

সারাংশে, শাকিব খানের এই নতুন প্রজেক্ট নিয়ে উত্তেজনা যতটা, গুঞ্জনের সত্যতা ঠিক ততটাই কম। ‘কালা জাহাঙ্গীর’কে ঘিরে সিনেমা নয়, বরং ৯০-এর দশকের ঢাকাকে ঘিরে এক ভিন্নধর্মী কাহিনি নিয়েই মাঠে নেমেছেন নির্মাতারা।

📌 আপডেট পেতে চোখ রাখুন নির্মাতাদের অফিশিয়াল পেজে—কেননা এই সিনেমা নিয়ে সামনে আসতে পারে আরও বড় চমক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *