আজ থেকেই শুরু HSC ভর্তি যুদ্ধ! আবেদন করতে দেরি করলে বিপদ

🔥 এবারই শেষ সুযোগ? শুরু হলো HSC ভর্তি আবেদন, জেনে নিন গুরুত্বপূর্ণ সব নিয়ম!

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (HSC) ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে আজ, ৩০ জুলাই (বুধবার)। দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে অনলাইনে ভর্তি আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। তাই আর দেরি নয়—তৈরি হয়ে যান এইচএসসি যাত্রার জন্য!

hsc admission

📲 অনলাইনে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া

আবেদন, মেধা তালিকা, ভর্তির নথি—সবকিছুই এবার অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রতিটি কলেজকে তাদের নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য দিতে হবে, যেন শিক্ষার্থী ও অভিভাবকরা কোনো বিভ্রান্তিতে না পড়েন। ওয়েবসাইট লিংকঃ  https://xiclassadmission.gov.bd/

📌 ভর্তির নিয়ম: পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতে

নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তি হবে শুধুমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। আর ভর্তিতে শিক্ষার্থীদের সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে, যা নির্ভর করবে কলেজ ও অঞ্চলের ওপর।

🏫 অঞ্চলভেদে ভর্তির খরচ

ঢাকা শহরের নন-এমপিও ইংরেজি ভার্সনের কলেজগুলো সর্বোচ্চ ৮,৫০০ টাকা পর্যন্ত নিতে পারবে। অন্যদিকে, উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজগুলোর বাংলা ভার্সনে ভর্তি ফি মাত্র ১,০০০ টাকা। কোনোভাবেই অতিরিক্ত ফি নেওয়া যাবে না এবং সব ফি-ই দিতে হবে রশিদের মাধ্যমে।

🎓 কারা আবেদন করতে পারবে?

যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করেছে, তারা আবেদন করতে পারবে। বিদেশি বোর্ডের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে, তবে অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে।

💼 কোটা ও মেধাক্রমের ভিত্তিতে ভর্তি

সর্বমোট ৯৩ শতাংশ আসন রাখা হয়েছে সবার জন্য উন্মুক্ত। বাকি ৭ শতাংশের মধ্যে—

  • মুক্তিযোদ্ধা কোটায়: ৫%
  • শিক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সন্তানদের জন্য: ১%
  • অধীনস্থ দপ্তরের কর্মীদের সন্তানদের জন্য: ১%

এই কোটাগুলো পূরণ না হলে, সেসব আসনও মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। একই জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বিবেচনায় আসবে মোট নাম্বার, আর সেখানে সমতা থাকলে বিভাগ অনুযায়ী বিষয়ভিত্তিক নাম্বার (যেমন: বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি) গুরুত্ব পাবে।

🏫 নিজের স্কুল থেকে কলেজে অগ্রাধিকার

যেসব শিক্ষার্থী নিজ স্কুল থেকেই এসএসসি দিয়েছে, তারা ঐ স্কুলের কলেজে অগ্রাধিকার পাবে। তবে সংশ্লিষ্ট বিভাগের আসন পূরণ হওয়ার পর বাইরে থেকে শিক্ষার্থীদের ভর্তি করানো যাবে।

🚫 অনুমতি ছাড়া ছাড়পত্র নয়

শিক্ষাবোর্ডের অনুমতি ছাড়া কাউকে ছাড়পত্র দেওয়া বা অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তি সংক্রান্ত কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে।

You also like: ভার্চুয়াল ল্যাব এ বড় চমক! প্রযুক্তিতে বদলে যাচ্ছে বাংলাদেশের পড়াশোনা

⚠️ নীতিমালা লঙ্ঘনে কড়া শাস্তি

কোনো অনুমোদনহীন শাখা বা বিষয়ের নামে ভর্তি চালালে কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হতে পারে। সরকারি কলেজ হলেও নিয়ম লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

📅 সময়ের হিসাব: সব শেষ হবে ৪৫ দিনের মধ্যে

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসএসসি ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যেই আবেদন, মেধা তালিকা, ভর্তি ও ক্লাস শুরু—সব কাজ সম্পন্ন করতে হবে।


🔗 আবেদন লিংক ও বিস্তারিত নির্দেশিকা পেতে চোখ রাখুন শিক্ষা বোর্ড ও কলেজের ওয়েবসাইটে।

📣 সময় কিন্তু খুব কম! একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাইলে আজই তৈরি হয়ে যান—আর ভুলেও আবেদন মিস করবেন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *